ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ৩০ কেজি গাঁজাসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এসময় তার ব্যবহারকৃত একটি মিনি কাভার্ড ভ্যান জব্দ করা হয়। সোমবার (১৮ মার্চ) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের নজরুল ইসলাম সেতুর টোল প্লাজা সংলগ্নে পুলিশের অভিযানে তাকে আটক করা হয়।
আশুগঞ্জ থানার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়,গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ থানার এসআই মামুনুর রশীদ সঙ্গীয় ফোর্সসহ ঢাকা-সিলেট মহাসড়কে সৈয়দ নজরল ইসলাম সেতুর টোল প্লাজা এলাকায় অভিযান চালিয়ে ৩০ কেজি গাঁজাসহ ১ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তার ব্যবহৃত কাভার্ড ভ্যানটি জব্দ জরা হয়।
আসামী হলেন, মো: আবুল বাশার গাজী (৩৪), পিতা- আব্দুল সাত্তার গাজী, সাং-গুলিশাখালী থানা-আমতলী, জেলা-বরগুনা।
এ বিষয়ে ঘটনার সত্যতা স্বীকার করে আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাহিদ আহাম্মেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ৩০ কেজি গাঁজা ও একটি মিনি কাভার্ড ভ্যানসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় আসামীর সহযোগী ঢাকা মেট্টো-ন-১২-১৬৮২ কাভার্ড ভ্যান এর অজ্ঞাতনামা পলাতক ড্রাইভার ছিল।
তিনি আরও বলেন, আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।