ব্রাহ্মণবাড়িয়ায় সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে সদর মডেল থানা পুলিশ। আজ রবিবার সকালে এএসআই বাপন চন্দ্র সঙ্গীয় ফোর্সসহ সদর উপজেলার নাটাই উওর এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়।
সাজাপ্রাপ্ত আসামি হলেন, খোকন মিয়া, পিতা-মৃত রমজান আলী, সাং- চান্দি, থানা ও জেলা- ব্রাহ্মণবাড়িয়া।
এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি মো. আসলাম হোসেন বলেন, আজ সকালে গোপন সংবাদের ভিত্তিতে নাটাই উওর এলাকায় অভিযানকালে দুই বছরের সাজাপ্রাপ্ত এক আসামি খোকন মিয়াকে গ্রেফতার করা হয়।
তিনি আরো জানান, সাজাপ্রাপ্ত আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে।