ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বড়িকান্দি ইউনিয়নের জাফরাবাদ ও নতুনচর বালুমহালে নিয়মবহির্ভূতভাবে বালু উত্তোলন করায় ৯ জনকে কারাদন্ড দেওয়া হয়েছে।
গতকাল শনিবার মোবাইল কোর্ট পরিচালনা করে আটককৃত ৯ জনকে ২০দিন করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তানভীর ফরহাদ শামীম।
সরকার নির্ধারিত ড্রেজারের চেয়ে অধিক সংখ্যক ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে নদীর তীরকে ভাঙ্গনের ঝুঁকিতে ফেলার অপরাধে এ শাস্তি প্রদান করা হয়। এসময় বালুমহালের ইজারাদারকে ইজারার শর্ত মেনে কাজ করার নির্দেশনা দেওয়া হয়।