ব্রাহ্মণবাড়িয়ায় শতাধিক অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে পবিত্র রমজান মাসের উপহার সামগ্রী বিতরণ করেছে ছাত্রলীগ। শুক্রবার (১৫ মার্চ) বিকালে সদর উপজেলার মজলিশপুর ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামের অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে এসব উপহার সামগ্রী বিতরণ করা হয়৷
উপহার সামগ্রীতে ছিলো ১লিটার সয়াবিন তেল, ১কেজি আলু, ১কেজি পেয়াজ, ১কেজি ছোলা বুট এবং ১কেজি মুড়ি।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সরকারের গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় মন্ত্রী র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি পক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শোভন এসব উপহার সামগ্রী বিতরণ করেন।
উপহার সামগ্রী বিতরণ গুলো বিতরণ করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সহসভাপতি ওবায়দুর রহমান বাবু, পৌর ছাত্রলীগ সাধারণ সম্পাদক শেখ মঞ্জুর মওলা ফারানি ও ১নং মজলিশপুর ইউনিয়ন ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি শ্রাবণ ইসলাম প্রমূখ।