ব্রাহ্মণবাড়িয়ায় একটি বিশেষ অভিযানে জুয়েল মিয়া (৩২) নামে এক কুখ্যাত ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে সদর মডেল থানা পুলিশ।শুক্রবার (৮ মার্চ) ভোররাতে শহরের উত্তর মৌড়াইল থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। জুয়েল মিয়া একই এলাকার দেলোয়ার হোসেনের ছেলে।
থানা সূত্রে জানা যায়, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসলাম হোসেনের সার্বিক দিকনির্দেশনায় এসআই মো. আব্দুল মোত্তালেব সঙ্গীয় ফোর্সসহ শুক্রবার ভোররাতে উত্তর মৌড়াইল এলাকায় এক অভিযান পরিচালনা করেন। অভিযানকালে গোপন সংবাদের ভিত্তিতে পলাতক কুখ্যাত ছিনতাইকারী জুয়েল মিয়াকে গ্রেপ্তার করা হয়।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত জুয়েলের বিরুদ্ধে একাধিক চুরি ও ছিনতাইয়ের মামলা রয়েছে। বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছি।