“করবো বীমা গড়বো দেশ স্মার্ট হবে বাংলাদেশ” এই প্রতিবাদ্য নিয়ে় ব্যাপক উৎসাহ উদ্দীপনায় আজ শুক্রবার ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় বীমা দিবস পালিত হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন ও জেলা বীমা ফোরাম এর যৌথ উদ্যোগে দিবসটি পালিত হয়েছে ।
এ উপলক্ষে জেলা প্রশাসকের অফিস প্রাঙ্গণে বেলুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ সাইফুল ইসলাম। পরে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে বক্তৃতা করেনঅতিরিক্ত পুলিশ সুপার মোঃ জয়নাল আবেদিন,সিনিয়র সহকারী কমিশনার মোঃ জামসেদুল আলম,জেলা বীমা ফোরামের সভাপতি মোঃ মিজানুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ আরজু,ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স কোম্পানীর ভিপি মফিজুল ইসলাম,ডেলটা লাইফ ইনসিওরেন্স কোম্পানীর জে এ ভিপি শাহ মোঃ সেলিম,পপুলার লাইফ ইন্সুরেন্স কোম্পানীর কামরুজ্জামান ভুইয়া,চার্টাড লাইফ ইন্সুরেন্স কোম্পানীর তোরকান শাহ প্রমুখ।
বক্তারা স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষে বীমা শিল্পকে স্মার্ট শিল্প হিসিবে গড়ে তোলার আহবান জানান।