বাবার স্বপ্ন পূরণে সৈয়দ সাহিল ইসলাম লন্ডনে জন্মগ্রহণ করলেও পবিত্র কুরআন শিক্ষার জন্য ব্রাহ্মণবাড়িয়ায় এসে পবিত্র কোরআনে হাফেজ হন।
ব্রাহ্মণবাড়িয়়া শহরের কাজীপাড়ার সৈয়দবাড়ির সৈয়দ সাইফুল ইসলাম গত প্রায় ৪০ বছর ধরে লন্ডনে বসবাস করছেন । তার সহধমিনী সৈয়দা জুবেদা ইসলাম।তার ৩ কন্যা ও এক পুত্র। তার একমাত্র পুত্র কে কুরআনে হাফেজ করবেন সেই লক্ষ্যে লন্ডনে জন্মগ্রহণকারী পুত্র সৈয়দ সাহিল ইসলাম লন্ডনে ইন্টারমিডিয়ে়েট পড়ার সময় লন্ডনেই পবিত্র কুরআন পড়া শুরুকরেন। ১৭ পারা পড়ার পর বাকি অংশ সম্পন্ন করার জন্য চলে আসেন ব্রাহ্মণবাড়িয়ায়। পরে ব্রাহ্মণবাড়িয়া শহরের সিমরাইলকান্দিস্থ নুরুল কোরআন আল ইসলামিয়া মাদ্রাসায় ভর্তি হয়। সেখানে তিনি আরো অবশিষ্ট ১৩ পারা মাত্র সাড়ে ৪ মাসে সম্পন্ন করেন ।এ উপলক্ষে গতকাল শনিবার বাদ মাগরিব মাদ্রাসায় তার পবিত্র কুরআন খতম উপলক্ষে পাগড়ী পড়া ও ক্রেস্ট প্রদান করা হয। এ উপলক্ষে আয়ে়াজিত দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জামিয়া ইউনুছিয়া মাদ্রাসার নায়েবে মুহতামিম হযরত মাওলানা আক্তারুজ্জামান ।এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জামিয়া ইউনুছিয়া মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস হযরত মাওলানা আবু বকর ,প্রধান কারী মুফতি হোসাইন, সৈয়দ মাওলানা জাকারিয়া ,মাদ্রাসার পরিচালক মোজাহিদুল ইসলাম, আলহাজ্ব রফিকুল ইসলাম, সাইফুল ইসলামের আত্মীয় সৈয়দ সাজ্জাদুল করিম, সৈয়দ আনোয়ার আহমেদ, সৈয়দ আশফাক উদ্দিন, সৈয়দ রাসেল, মো আবু জামাল প্রমুখ।