দক্ষ মানব সম্পদ তৈরি আমাদের লক্ষ্য এই স্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে রয়েল টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট একাডেমিক কার্যক্রম গতকাল বৃহস্পতিবার শুরু হয়েছে। এউপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে ।
এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন আরটিটিআই এর প্রধান উপদেষ্টাও উপসচিব প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় মোহাম্মদ আলমগীর খন্দকার। রয়ে়ল টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট এর প্রিন্সিপাল আব্দুল হাকিম এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শ্যামল চন্দ্র বসাক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আনিসুর রহমান।
এছাড়াও যুক্তরাষ্ট্র থেকে যুক্ত ছিলেন আরটিটিআই এর চেয়ারম্যান মোঃ সাদিকুর রহমান। প্রধান অতিথি মোঃ আলমগীর খন্দকার বলেন, আমাদের রয়ে়ল টেকনিকেল ট্রেনিং ইনস্টিটিউট বাংলাদেশের ও যুক্তরাজ্যের আর্থিক ও সার্বিক সহযোগিতায় প্রতিষ্ঠিত হয়েছে। দক্ষ্য মানব সম্পদ তৈরি আমাদের লক্ষ্য। যুব সমাজকে মান সম্মত প্রশিক্ষণের মাধ্যমে দেশে এবং বিদেশে কর্ম সংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে। অত্যাধুনিক ল্যাব দক্ষ প্রশিক্ষক দ্বারা প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। এখানে বিভিন্ন ধরনের ফ্রিল্যান্সিং কোর্স ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইন,ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট। এ ছাড়া বেসিক কোর্স সমূহের মধ্যে রয়েছে অফিস এপ্লিকেশন, স্পোকেন ইংলিশ, কিড্স স্পোকেন ইংলিশ।