ব্রাহ্মণবাড়িয়ায় মন্ত্রীপরিষদ বিভাগের ব্যবস্থাপনায় জেলা প্রশাসনের আয়োজনে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আন্তঃবিভাগীয় সমন্বয় জোরদার করণে জেলা পর্যয়ের বিশ্লেষণ শীর্ষক গবেষণা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার শহরের সার্কিট হাউস সম্মেলন কক্ষে আয়োজিত দিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম। কর্মশালায় দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন কুমিল্ল বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান ড. মোসা: শামসুন্নাহার।
কর্মশালায় সরকারি বিভিন্ন বিভাগের কর্মকর্তা সাংবাদিক ও জনপ্রতিনিধি সহ ৪২জন অংশ গ্রহণ করেন।