ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার রাজাপুর গ্রামে গতকাল শনিবার আনোয়ারা-জমিরউদ্দিন কমিউনিটি ক্লিনিক উদ্বোধন করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া -২ (সরাইল -আশুগঞ্জ)আসনের সংসদ সদস্য মোঃ মঈনউদ্দিন মঈন কমিউনিটি ক্লিনিক উদ্বোধন করেন।
স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ৩৫ লক্ষ টাকা ব্যয়ে ক্লিনিকটি নির্মাণ করে। ক্লিনিকের জায়গা দান করেন মরহুম জমির উদ্দিন ও মরহুম আনোয়ার বেগমের সন্তানরা ।
পরে সংসদ সদস্য চলতি বছর থেকে চালু হওয়া ৯৭ শতক জায়গার উপর স্থাপিত রাজাপুর আনোয়ারা- জমিরউদ্দিন হাই স্কুল পরিদর্শন করেন। এই বিদ্যালয়ের ৯৭ শতাংশ জাযগা দান করেন মরহুম জমির উদ্দিন ও মরহুম আনোয়ার বেগমের সন্তানরা। পরেবিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় সংসদ সদস্য মোঃ মঈনউদ্দিন মঈন বলেন,বর্তমান সরকার শিক্ষা ও স্বাস্থ্য বান্ধব সরকার। তাই শিক্ষা ও স্বাস্থ্য খাতে এই সরকারের আমলে যত উন্নয়ন হয়েছে অতীতের কোন সরকারের আমলে তা হয়নি।
বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও জমিদানকারী প্রকৌশলী হামিদুল হকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ভূমি দানকারী বাংলাদেশ সেনাবাহিনীর কর্ণেল ডাঃ মোঃ মনিরুল হক,উপজেলা ভাইস চেয়ারম্যান আবু হানিফ, জেলা পরিষদ সদস্য পায়েল হোসেন মৃধা, অরুয়াইল ইউপি আওয়ামীলীগের সভাপতি আবু তালেব,আওয়ামী যুবলীগ কেন্দ্রিয় কমিটির সদস্য মোঃ নাজিমুদ্দিন ভাষানীসহ আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিগন।