ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পারিবারিক রাস্তা নিয়ে বিরোধের ধের ধরে চাচাতো ভাইদের হাতে মোঃ সোহেল মিয়া-(৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন।
শনিবার (১০ ফেব্রুয়ারী) সন্ধ্যায় উপজেলার আড়াইসিধা ইউনিয়নের রঙ্গিলাপাড়ায় এই ঘটনা ঘটে। নিহত সোহেল মিয়া একই এলাকার বীর মুক্তিযোদ্ধা রোকন উদ্দিন মিয়ার ছেলে।
নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানান, গত শনিবার বিকালে রোকন উদ্দিনের ছেলেদের সাথে বাড়ির রাস্তা নিয়ে আবুল কাশেম মিয়ার ছেলেদের কথা কাটাকাটি হয়। পরে দুই পরিবারের লোকদের মধ্যে হাতাহাতি হয়। এক পর্যায়ে কাশেম মিয়ার পরিবারের আলমগীর, খলিল, মাইনুদ্দিন ও রমজান সোহেল মিয়াকে এলোপাথারী মারধোর করলে সোহেল আহত হয়। আহতবস্থায় সোহেলকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠানো হলে রাতে চিকিৎসাধীন অবস্থায় সোহেল মারা যায়।
এ ব্যাপারে আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাহিদ আহমেদ বলেন, এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন আছে। আইনগত ভাবে ব্যবস্থা নেওয়া হচ্ছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।