ব্রাহ্মণবাড়িয়ায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে আজ বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসন মোহাম্মদ: হাবিবুর রহমান। সভায় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এম এম মাহমুদুর রহমান,অতিরিক্ত পুলিশ সুপার বিল্লাল হোসেন, পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল কুদ্দুস ,স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোঃ রুহুল আমিন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ সাইফুল ইসলাম,আওয়ামীলীগ নেতা মুজিবুর রহমান বাবুল, প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ জসিম উদ্দিন, মুক্তিযোদ্ধা আবু হোরায়রাহ প্রমুখ বক্তৃতা করেন।
এ সভায় জেলা পর্যায়ের কর্মকর্তা,মুক্তিযোদ্ধা,সাংবাদিক, শিক্ষক সহ বিভিন্ন শ্রেণী পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দিবসটি যথাযথ মর্যাদায় পালনে শহিদ মিনারে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সহ ব্যাপক কর্মসূচী গ্রহণ করা হয়।