ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার তিতাস নদীর পূর্ব পাড়ের নদীর তীরের নিকটবর্তী জায়গা থেকে মাটি কেটে বিক্রির দায়ে অভিযুক্ত ব্যক্তিকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী ৫০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। ভবিষ্যতে এমন কাজের পুনরাবৃত্তি করবে না মর্মে মুচলেকা নেয়া হয়েছে। গতকাল রবিবার নবীনগর উপজেলা সহকারী কমিশনার ভ’মি মাহমুদা জাহান মোবাইল কোর্ট পরিচালনা করে এই দন্ড প্রদান করেন।
পরিবেশ সংরক্ষণে ও সরকারি স্বার্থ রক্ষার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান।