ব্রাহ্মণবাড়িয়া শহরের মৌড়াইল নিবাসী জেলা আওয়ামীলীগের সাবেক প্রচার সম্পাদক ও পৌরসভার সাবেক কমিশনার আবু হোসেন মেম্বার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি……………রাজিউন)। গতকাল বুধবার বিকেল ৪ টায় নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।
মৃত্যুকালে তিনি ৩ ছেলে, ৩ মেয়ে, স্ত্রী ও নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। পরে বাদ এশা নিয়াজ মুহাম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। জানযায়, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। পরে মৌড়াইল কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হয়।
মরহুম আবু হোসেন মেম্বার আনন্দ টেলিভিশনের ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি ও জেলা ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মনির হোসেন টিপুর পিতা। এদিকে তার মৃত্যুতে তার দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মীসহ সকল শুভাকাঙ্খীদের মাঝে শোকের ছায়া নেমে আসে।