গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি’র সুস্থতা কামনায় ব্রাহ্মণবাড়িয়ায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ ও দোয়া মাহফিল মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার বিকালে নাটাই উত্তর ইউনিয়নের রাজঘর গ্রামের বালুর মাঠে সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফকরুল হাসানের উদ্যোগে এসব কম্বল বিতরণ করা হয়।
রাজিঘর গ্রামের ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ আলাউদ্দিন মেম্বার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান জেলা আওয়ামী লীগের সাবেক উপ দপ্তর সম্পাদক মোঃ মনির হোসেন।
কম্বল বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন নাটাই উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক আবুল কাসেম, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম শিরু মাষ্টার, সংগীতশিল্পী হৃদয় কামাল, আবদুল হাই মেম্বার, গফুর মিয়া, রাসেদ খান, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, কাজল মিয়া, শমসের আলী, মহন খান, শেখ শাহানুর, বায়জিত আহমেদ প্রমুখ।
আলোচনা শেষে মন্ত্রীর রোগমুক্তি কামনায় দোয়া হয়। তারপর অতিথিবৃন্দ ২০০ শতাধিক শীতার্তদের হাতে কম্বল তুলে দেন।