ব্রাহ্মণবাড়িয়ায় স্বাধীনতা ব্যাংকার্স পরিষদের সোনালী ব্যাংক আঞ্চলিক কমিটি গঠন করা হয়েছে। স্বাধীনতা ব্যাংকার্স পরিষদের সোনালী ব্যাংক প্রাতিষ্ঠানিক কমিটির সভাপতি মো: জহুরুল ইসলাম সজীব এবং সাধারণ সম্পাদক মোজাম্মেল হক লেনিনের স্বাক্ষরিত এক পত্রে এই কমিটির অনুমোদন দেওয়া হয়। রবিবার (১৪ জানুয়ারী) এই কমিটির অনুমোদন দেওয়া হয়।
ব্রাহ্মণবাড়িয়ায় সোনালী ব্যাংকের চান্দপুর বাজার শাখার প্রিন্সিপাল অফিসার মোঃ আতাউর রহমান ভুঁইয়াকে সভাপতি এবং আশুগঞ্জ শাখার প্রিন্সিপাল অফিসার আশিক কায়সারকে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করে ২১ সদস্য বিশিষ্ট এই কমিটি গঠন করা হয়। কমিটিতে সিনিয়র সহসভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন সোনালী ব্যাংকের আখাউড়া শাখার প্রিন্সিপাল অফিসার শেখ মাজহারুল হক এবং সহসভাপতির দায়িত্ব গ্রহণ করেছেন কসবা শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার মোহাম্মদ নূরুল হক। পাশাপাশি সোনালী ব্যাংকের ব্রাহ্মণবাড়িয়া প্রিন্সিপাল অফিসের সিনিয়র অফিসার মোঃ মোসলেহ উদ্দিন সংগঠনটির সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব গ্রহণ করেছেন।
স্বাধীনতা ব্যাংকার্স পরিষদের সোনালী ব্যাংক ব্রাহ্মণবাড়িয়া আঞ্চলিক কমিটির সভাপতি মোঃ আতাউর রহমান ভুঁইয়া তার বক্তব্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান স্মরণ করে বলেন আমরা মনে প্রাণে বিশ্বাস করি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে এই বাংলাদেশ কোনোদিন স্বাধীন হতো না। এই বঙ্গবন্ধুর ডাকে সেদিন মুক্তি সংগ্রামী জনতা একটি পতাকার জন্য, একটি স্বাধীন মানচিত্রের জন্য সেই একাত্তরের রণাঙ্গনে ঝাঁপিয়ে পড়েছিলেন। আমরা যে যে পেশায়ই থাকি না কেন বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার প্রত্যয় নিয়ে আমাদের কাজ করতে হবে। আমরা জানি স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ নামে যে সংগঠনটি আছে এই সংগঠনটি বঙ্গবন্ধুর আদর্শকে মনে প্রাণে বিশ্বাস করে, ধারণ করে, লালন করে।
তিনি আরও বলেন, ব্রাহ্মণবাড়িয়ায় স্বাধীনতা ব্যাংকার্স পরিষদের যে আঞ্চলিক কমিটি গঠিত হয়েছে সেই কমিটির প্রত্যেকটি সদস্যকে যাচাই বাছাই করে যারা সেই কৈশোর থেকে ছাত্রলীগ করতেন এবং বর্তমানে এই ব্যাংকিং পেশায় থাকার পরও বঙ্গবন্ধুর আদর্শকে লালন করেন, ধারণ করেন, এবং স্বাধীনতাকে বিশ্বাস করেন, স্বাধীনতার পক্ষের ব্যাংকারদেরকে নিয়ে এই ব্রাহ্মণবাড়িয়ার স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ গঠিত হয়েছে। আমরা ব্যাংকিং পেশায় থেকে এমনভাবে কাজ করবো যেনো বঙ্গবন্ধুর সেই স্বপ্নের সোনার বাংলা গড়তে পারি এবং বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে বাংলাদেশের মানুষের অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে কাজ করে যাচ্ছেন আমি আশা করি আমরা ব্যাংকাররা কঠোর পরিশ্রম করে মাননীয় প্রধানমন্ত্রীর সেই আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে পারবো।