তীব্র শীতে উষ্ণতা ছড়াতে ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিবন্ধী ব্যাক্তিদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। আজ সোমবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে ও ড্রীম ফর ডিসএবিলিটি ফাউন্ডেশনের সমন্বয়ে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।
জেলা প্রশাসক কার্যালয় চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমান। এতে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন ড্রীম ফর ডিসএবিলেটির চেয়ারম্যান হেদায়েতুল আজীজ মুন্না। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এস.এম. শান্তনু চৌধুরী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সেলিম শেখ, সদর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এড. মোঃ লোকমান হোসেন, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডঃ তাসলিমা সুলতানা খানম নিশাত প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, প্রতিবন্ধীবান্ধব সরকারের কল্যাণে প্রতিবন্ধিরা আজ সমাজের মূল ধারায় ফিরে আসছে। বক্তারা,শীতার্তদের পাশে দাঁড়াতে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান।
পরে অতিথিবৃন্দ ২শত শারীরিক ও মানসিক প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেন।