আজ সোমবার সকালে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়ায় লিফলেট বিতরন করেছে জেলা বিএনপি ও অংগ সংগঠনের নেতৃবৃন্দ। সকালে ব্রাহ্মণবাড়িয়া সদরের পৌর এলাকার গোকর্ণ বাজার ও আশপাশ এলাকাসহ বেশ কয়েকটি বাজারের মার্কেটে লিফলেট বিতরন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সাবেক সাবেক সাধারণ সম্পাদক ভিপি জহিরুল হক খোকন, জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধান সম্পাদক এ.বি.এম. মোমিনুল হক, সদর উপজেলা বিএনপির আহবায়ক ভিপি জহিররুল ইসলাম চৌধুরী লিটন, সদস্য সচিব আলমগীর হোসেন, জেলা যুবদলের সভাপতি মোঃ শামীম মোল্লা, সহ সভাপতি রাশেদ কবির আখন্দ, সাধারণ সম্পাদক ইয়াছিন মাহমুদ, যুবদল নেতা ইকবাল, হুমায়ুনসহ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সাবেক সাবেক সাধারণ সম্পাদক ভিপি জহিরুল হক খোকন বলেন, নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়ায় লিফলেট বিতরণ করেছে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। প্রহসনের নামে ডামি নির্বাচন দেশের জণগন মানে না মানবেও না।
তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ছাড়া গ্রহণযোগ্য নির্বাচন এই দেশে হবেনা। আমরা নির্বাচনের দাবি আদায় করেই ঘরে ফিরবো।