ব্রাহ্মণবাড়িয়া বিজনগর উপজেলার বড় পুকুরপাড় সত্যের আলো যুব কল্যাণ পরিষদের উদ্যোগে গত ২৯শে ডিসেম্বর শুক্রবার সকাল ৭টা থেকে দিনব্যাপী গরিব দুঃখীদের মাঝে কম্বল বিতরণ করা হয়। সাথে সাথে ফ্রি ব্লাড গ্রুপ টেস্ট ও ডেন্টাল, যৌন, মেডিসিন ও গাইনোকলজি বিশেষজ্ঞ দ্বারা চিকিৎসা সেবা প্রদান করা হয়।
সত্যের আলো যুব কল্যাণ পরিষদের মোট সদস্য সংখ্যা ১০৫জন এই সংগঠনটি ২৫জুন ২০২৩খ্রিস্টাব্দ থেকে যাত্রা শুরু। সবসময় সহযোগিতা মূলক কাজ করে আসছে। এলাকার নিরীহ নিপীড়ন জনসাধারণের আর্থিক ও পরামর্শ সেবা দিয়ে আসছে। এবছর প্রচার প্রসার বিস্তারে ফ্রি কম্বল বিতরণ ব্লাড গ্রুপ টেস্ট ও ৪জন বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা চিকিৎসা সেবা দেন।
উক্ত সংগঠনের সদস্যরা এই সেবা প্রতিবছর করার প্রত্যয় ব্যক্ত করেন। এবং অন্যকে উৎসাহিত করার জন্য প্রচার-প্রচারণার আগ্রহ ব্যক্ত করেন।
সেবা গ্রহীতারা খুবই আগ্রহ মনে খুশিতে এসব গ্রহণ করতে দেখা যায়।
এ পরিষদের প্রত্যেক সদস্য তাদের অর্থ পরামর্শ দিয়ে সেবা করে যাচ্ছেন। উক্ত পরিষদের সভাপতি সাইফুল ইসলাম সিনিয়র সহ সভাপতি জীবন মিয়া,(ভার, প্রাপ্ত সভাপতি) ও সহ সভাপতি সুমন সাধারণ সম্পাদক মামুন মুন্সি ও শিক্ষা বিষয়ক সম্পাদক অলি চান, অর্থ বিষয়ক সম্পাদক বেলায়েত হোসেন সহ বাকি অন্যান্য সকল সদস্যের যৌথ প্রচেষ্টা এ উদ্যোগ গ্রহণ করা হয়।
অনুষ্ঠানে সিনিয়র সহ-সভাপতি জীবন মিয়া বলেন, আমরা চাইলে সারা দেশে অসহায়দের সাহায্য সহযোগিতা করতে পারব না, শুধু আমাদের গ্রাম ছাড়া। আমি মনে করি প্রতিটা গ্রামে এই রকম সংগঠন হয়, তাহলে প্রতিটি গ্রামের অসহায় মানুষ সাহায্যে সহযোগীতা করা সম্ভব।