আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নাটাই উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়া- ৩ (সদর ও বিজয়নগর) আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি’র সমর্থনে নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে৷
বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) বিকেলে সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের রাজঘর গ্রামের বালুর মাঠে এই নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়৷
এতে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা বর্তমান সংসদ সদস্য র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী৷ অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত ও প্রধান অতিথি ও বিশেষ অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়৷
নাটাই উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক হাজী আবুল কাসেমের সভাপতিত্বে ও জেলা আওয়ামী লীগের সাবেক উপ-দপ্তর সম্পাদক মোঃ মনির হোসেন ও সাবেক ছাত্রলীগ নেতা মুমিন হোসাইনের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক পৌরসভার মেয়র মোঃ হেলাল উদ্দিন, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টু, নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মোঃ খুসরু মিয়া ও সুপ্রিম কোর্টের আইনজীবী এড. আলী আজম প্রমুখ৷ এসময় বিভিন্ন এলাকা থেকে বিশাল মিছিল এসে অনুষ্ঠানে সমাবেত হয়৷
নির্বাচনীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উবায়দুল মোকতাদির চৌধুরী বলেন, নৌকায় ভোট দিলে উন্নয়নের ধারা অব্যাহত থাকবে৷ পাঁচ ওয়াক্ত নামাজ পড়লেই মুসলমান হওয়া যায় না, মিথ্যাকে সাপোর্ট দিয়ে ঈমান আনা যায় না, হালাল হালালই, হারাম হারামই৷
উক্ত নির্বাচনী সমাবেশে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম, যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল হক ভূইয়া, আবুল বাশার, সাংগঠনিক সম্পাদক হাজী ফকরুল হাসান, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ন আহ্বায়ক মো. বাবুল মিয়া, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আলী আজম, জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেল, সংগীতশিল্পী হৃদয় কামালসহ জেলা, উপজেলা ও নাটাই ইউনিয়নের সর্বস্তরের জনগণ ও নেতাকর্মীরা উপস্থিত ছিলেন৷