হত্যা, ডাকাতি, সিএনজিতে চাঁদাবাজি ও মাদক ব্যবসার অভিযোগে অভিযুক্ত আরব আলী (৩৬)। থানায় রয়েছে প্রায় একডজন মামলা। গত সেপ্টেম্বর মাসে ফেন্সিডিল সহ আটকের মাত্র ১৫ দিনে জেল থেকে ছাড়া পান তিনি। জেল থেকে ছাড়া পেয়ে হয়ে যান জেলা সড়ক পরিবহন শ্রমিক লীগের সহ-প্রচার সম্পাদকের পদ।
গত মঙ্গলবার রাতে কুমিল্লা-সিলেট মহাসড়কের পাশে খাঁটিহাতা মোড় থেকে এক শত পিস ইয়াবাসহ আটক করে গোয়েন্দা পুলিশ। সে জেলার সরাইল উপজেলার কুট্টাপাড়া গ্রামের ঈমান আলীর ছেলে।
জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা আফজাল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে আরব আলী মোটরসাইকেলে পাচারের সময় তল্লাশি করে গোয়েন্দা শাখার সদস্যরা। তল্লাশিকালে আরব আলীর মোটরসাইকেলের সিটের নিচে লুকানো অবস্থায় একশত পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এসময় আটক করা হয়েছে আরব আলীকে। এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
জানা যায়, আরব আলী একজন চিহ্নিত অপরাধী। সে প্রথমে খাঁটিহাতা বিশ্বরোড মোড়ে পলিথিন বিক্রি করতো। পরবর্তীতে সেখান থেকে টেম্পু চালাতো। এরই মাঝে সে ডাকাত চক্রের সঙ্গে জড়িয়ে পড়ে। তার বিরুদ্ধে ডাকাতির মামলাও রয়েছে। পাশাপাশি হয়ে যায় সিএনজি শ্রমিক নেতা। সিএনজিতে চাঁদাবাজির অভিযোগে তাকে এবং তার ভাইকেও গ্রেপ্তার করে সদর মডেল থানা পুলিশ। সে ব্যবসার আড়ালে মাদক কারবারের সিন্ডিকেট গড়ে তোলে। আরব আলীর নামে হত্যা, ডাকাতি, সিএনজিতে চাঁদাবাজি ও মাদক ব্যবসার মামলার চলমান রয়েছে। এরমধ্যে কয়েকটি মামলায় সে চার্জশিটভুক্ত আসামী।