ব্রাহ্মণবাড়িয়ায় জমকালো আয়োজনে সাবেক ছাত্রনেতা, প্রয়াত আশরাফুল হক নোমানের স্মরণে আয়োজিত নোমান স্মৃতি মিনি নাইট ক্রিকেট টুর্নামেন্টে ফাইনাল খেলায় শান্তিবাগ বয়েজ ক্লাব চ্যাম্পিয়ন হয়েছে।
রোববার (২৪ ডিসেম্বর) রাত ৮টার দিকে শহরের মধ্যপাড়াস্থ শান্তিবাগ শিলাবাড়ি মাঠে শান্তিবাগ বয়েজ ক্লাব ও সদর হাসপাতাল ক্রিকেট একাদশের মধ্যকার ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়।
মধ্যপাড়া শান্তিবাগ জামে মসজিদের সাধারণ সম্পাদক লায়ন এটিএম ফয়েজুল করিমের সভাপতিত্বে ও শান্তিবাগ বয়েজ ক্লাবের সদস্য সোহাগ মিয়া ও আবুল হাসনাত আশিকের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সহৃদ ব্রাহ্মণবাড়িয়ার স্বপ্নদ্রষ্টা ইঞ্জিনিয়ার এএফএম মো. আনিসুর রহমান।
উক্ত ফাইনাল খেলায় স্বাগত বক্তব্য রাখেন শান্তিবাগ বয়েজ ক্লাবের সভাপতি সাংবাদিক হাবিবুর রহমান পারভেজ।
এছাড়াও বিশেষ অতিথি ছিলেন, কবি ও গীতিকার দেওয়ান মারুফ, জেলা নাগরিক ফোরামের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা রতন কান্তি দত্ত, চেম্বার অব কমার্স এর পরিচালক আল মামুন, শ্রমিক নেতা শফিকুল ইসলাম চৌধুরী ও দৈনিক ফ্রন্টিয়ার সম্পাদক আব্দুল মালেক, হাজী তাজুল ইসলাম প্রমূখ।
উক্ত ফাইনাল খেলায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দ্য ডেইলি স্টারের নিজস্ব সংবাদদাতা মাসুক হৃদয়, কাজী নাজমুল ইসলাম উজ্জ্বল, আল মামুন, বিল্লাল হোসেন, হেলাল রাজ, সাইফুল আজিজ সোহেল, আশিকুল ইসলাম কবির, মো. সোহরাব, নোমান স্মৃতি পরিষদের সভাপতি ইঞ্জিনিয়ার আজহার উদ্দিন।
টুর্নামেন্টে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন শান্তিবাগ বয়েজ ক্লাবের সাধারণ সম্পাদক শেখ আশিকুর রহমান পিয়াস ও যুন্ম-সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন বিপ্লব, রজব মিয়া, জনি মিয়া ও রাকিব হাসান খান প্রমুখ।