দৈনিক ইত্তেফাকের ৭১ বছরে পদার্পণ উপলক্ষে আজ রবিবার ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথিছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি কবি ও নাট্যকার আবদুল মান্নান সরকার। ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ জসিমউদ্দিনের সভাপতিত্বে বক্তৃতা করেন প্রেসক্লাবের সাধারন সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা ,সাবেক সভাপতি সৈয়দ মিজানুর রেজা,খ আ ম রশিদুল ইসলাম,সাবেক সাধারন সম্পাদক সাদেকুর রহমান,আফ ম কাউসার এমরান, দীপক চৌধুরী,সাংবাদিক শিহাব উদ্দিন বিপু,আশিকুল ইসলাম,ফরহাদুল ইসলাম পারভেজ,হাবিবুর রহমান পারবেজ, ইত্তেফাকের সরাইল উপজেলা প্রতিনিধি জুলকার নাইন,ও ইত্তেফাকের বিজয়নগর উপজেলা প্রতিনিধি জিয়াদুল হক।
এ অনুষ্ঠানের সঞ্চালনা করেন দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি মোহাম্মদ আরজু ।
সভায় বক্তারা বলেন, স্বাধীনতা সংগ্রামে দৈনিক ইত্তেফাকের ভূমিকা ছিল অপরিসীম।