ব্রাহ্মণবাড়িয়া (সদর ও বিজয়নগর) ৩ আসনে নৌকার প্রার্থী র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরীর সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে সদর উলজেলার নাটাই উত্তর ইউনিয়নের ৭নং ওয়ার্ড রাজঘর গ্রামে জহির মেম্বারের বাড়িতে নৌকার উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
ব্রাহ্মণবাড়িয়ার রাজঘর গ্রামের আওয়ামী লীগ নেতা মোঃ জামাল মিয়ার পরিচালনায় ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলাউদ্দিন মেম্বারের সভাপতিত্বে উঠান বৈঠক অনুষ্ঠানে প্রধান অতিথির ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাজী ফকরুল হাসান।
উক্ত উঠান বৈঠকে আরও উপস্থিত ছিলেন ৭নং ওয়ার্ডের সাবেক মেম্বার মোঃ জহির মিয়া, বর্তমান মেম্বার মোঃ আবদুল হাই, ওয়ার্ড আওয়ামী সহসভাপতি আবদুল গফুর, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন মনু, মোঃ কাজল মিয়া, রাসেদ খান, মোঃ সাচ্চু মিয়া, মোঃ ইদন মিয়া প্রমুখ।
আলোচনা সভায় প্রধান অতিথিত বক্তব্যে হাজী ফকরুল হাসান বলেন, দলবল নির্বিশেষে সকলে একত্রিত হয়ে নৌকার জন্য কাজ করতে হবে৷ আগামী ৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে (সদর ও বিজয়নগর) -৩ আসনের সংসদ সদস্য র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরীর হাতকে শক্তিশালী করতে আমাদের রাজঘর গ্রামে নৌকার কোনো বিকল্প নাই।