ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনে স্বতন্ত্র বিদ্রোহী প্রার্থী লায়ন ফিরোজুর রহমান ওলিও কাঁচি প্রতীক নিয়ে নির্বাচনী প্রচার প্রচারণায় ভোট যুদ্ধে মাঠে নেমেছেন। আওয়ামীলীগের প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য র. আ. ম. উবায়দুল মোকতাদির চৌধুরীর বিপক্ষে শক্ত প্রতিদ্বন্ধী ওলিও।
এ মুহুর্তে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দের পর আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছে প্রাথীরা
বুধবার (২০ ডিসেম্বর) বিজয়নগর উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা চালিয়েছেন ফিরোজুর রহমান ওলিও। প্রচার-প্রচারণার অংশে উপজেলার হরষপুর দেওয়ান বাজার সিএনজি স্ট্যান্ড এলাকা এক পথসভায় ফিরোজুর রহমান ওলিও বলেন, আমি ৩২বছর যাবৎ নির্বাচিত জনপ্রতিনিধি। ভয়ভীতি আপনারা করবেন না। কেউ মন্দ বললে তাকে আপনারা ধন্যবাদ দেবেন। সম্মানিত ব্যক্তিকে সম্মান করবেন। ভয় করবেন না, ভয়ের কিছু নাই। আমি আপনাদের ভাই, আমি কারো বস বা স্যার না। আমি ভাই হিসেবে থাকতে চাই। আমার দরজা সবসময় আপনাদের জন্য খোলা। ভোট কেন্দ্রে সবাই যাবেন। যদি আমাকে ভালো লাগে তাহলে আমার মার্কা কাঁচি আপনারা ভোট দেবেন। গণসংযোগ ও পথসভায় প্রার্থীর পক্ষে নেতাকর্মী, সমর্থকসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন উপস্থিত ছিলেন।