ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় গাছ কাটতে গিয়ে গাছের নিচে চাপা পড়ে দুলাল মিয়া (৪২) নামে এক ব্যক্তি নিহত হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরের নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেন পুলিশ।
গত বুধবার (২০ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার মূলগ্রাম ইউনিয়নের লবঘা গ্রামে এই ঘটনা ঘটনা।
দুলাল মিয়া উপজেলার বায়েক ইউনিয়নের বেলতলা গ্রামের পশ্চিম পাড়ার আব্দুল গফুরের ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাজু আহমেদ জানান, দুলাল পেশা ছিল গাছ কাটা। গতকাল দুপুরে লবঘা গ্রামের শহীদ মাস্টার বাড়িতে কাঠ গাছ কাটতে যায় সে। তখন গাছ কাটার সময় অসাবধানতা বসত গাছটি তার উপরে পড়ে যায়। এতে ঘটনাস্থলে দুলাল মারা যান।
ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে নিহতের লাশ উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের পাঠায়।