শীতার্ত মানুষদের সহায়তার লক্ষ্যে আজ রবিবার আশার উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা পশসাসক মোহাম্মদ হাবিবুর রহমানের নিকট ৪০০ কম্বল হস্তান্তর করা হয়েছে। আশার পক্ষথেকে কম্বল গুলো হস্তান্তর করেন আশার সিনিয়র ডিষ্ট্রিক্ট ম্যানেজার মোঃ শফিকুল ইসলাম চৌধুরী।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্তি জেলা প্রশাসক সার্বিক মোঃ সাইফুল ইসলাম,অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আবদুল্লাহ আল মামুন,সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ ফরহাদ হোসেন,ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ আরজু,স্বনির্ভর ব্রাহ্মণবাড়িয়ার নির্বাহী পরিচালক এস।মে শাহীন সহ বিভিন্ন এনজিওর কর্মকর্তাগণ।