ব্রাহ্মবাড়িয়ায় ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস ও ১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবীদিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষে আজ বৃহস্পতিবার জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসক মোঃ শাহগীর আলম সভাপতিত্ব করেন।
সভায় আলোচনা করেন পুলিশ সুপার মোঃ শাখাওয়াত হোসেন,জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এম এম মাহমুদুর রহমান,পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আবদুল কুদদূছ , সিভিল সার্জন মোঃ একরাম উল্লাহ, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ সাইফুল ইসলাম,জেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি মোঃ হেলাল উদ্দিন প্রমুখ।
সভায় জেলা পর্যায়ের কর্মকর্তা, আওয়ামীলীগ নেতৃবৃন্দ,মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক, সাস্কৃতিক নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণীপেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় যথাযোগ্য মর্যাদায় দিবস গুলো পালনে ব্যাপক কর্মসূচী গ্রহণ করা হয়েছে।