নানান আয়োজনের মধ্যে দিয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শোভনের ৩১তম জন্মদিন পালিত হয়েছে।
আজ মঙ্গলবার ছাত্রলীগ নেতার জন্মদিন উপলক্ষে সারাদিন ব্যাপী জন্মদিনে কেক কাটা, মিলাদ মাহফিল, বৃক্ষরোপণ ও কম্বল বিতরণ করেন জেলা ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।
আজকে দুপুরে পৌর ছাত্রলীগের সভাপতি নাবিল আহমেদ সামি ও সাধারণ সম্পাদক শেখ মওলা মনজুর ফাহানির উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশন এলাকায় এতিম মাদরাসার ছাত্রদের মাঝে খাবার বিতরণ করা হয়।
এদিকে জেলা ছাত্রলীগের সহসভাপতি ওবায়দুর রহমান বাবুর উদ্যোগেও শহরের গোকর্ণঘাট মাদ্রাসা দোয়া ও মিলাদ মাহফিল এবং বৃক্ষ রোপন করা হয়।
মঙ্গলবার রাত ৮টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আফ্রিদির উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনের অসহায় ও হতদরিদ্রদের মাঝে শীতকালীন কম্বল ও খাবার বিতরণ করা হয়।
এছাড়াও জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আজহারুল ইসলাম মিঠুর উদ্যোগে মোড়াইল মাদ্রাসা মিলাদ মাহফিল ও সাংগঠনিক সম্পাদক নাহিদ হকের উদ্যোগে কাজীপাড়ায় মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
জেলা ছাত্রলীগের সহ সম্পাদক আকাশ আহমেদের উদ্যোগে ভাদুঘর মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলের ব্যবস্থা করা হয়।।
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ ছাত্রলীগ নেতা সৌরভের উদ্যোগে কলেজ চত্ত্বরে কেক কাটা ও বৃক্ষ রোপন করা হয়।
এছাড়া সমাজিক যোগাযোগ মাধ্যম ফেইজবুক সহ বিভিন্ন মাধ্যমে এই ছাত্রনেতাকে শুভেচ্ছা জানান অগনিত ভক্ত ও আওয়ামিলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।