দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষনার পর নির্বাচনকে স্বাগত জানিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় আনন্দ মিছিল করেছে জেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় তফসিল ঘোষণাকে ঘিরে শহরের বিভিন্ন এলাকা থেকে খন্ড খন্ড মিছিল স্থানীয় বঙ্গবন্ধু স্কয়ারে এসে সমবেত হয়। পরে তফসিল ঘোষনার সাথে সাথে বিপুল সংখ্যাক নেতাকর্মী মোটরসাইকেল শোডাউন ও আনন্দ মিছিল বের করে।
মিছিলটি শহরে কান্দিপাড়া, টিএরোড, কালীবাড়ি মোড়সহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় জেলা আওয়মীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। এদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় প্রশাসনের পক্ষ থেকে জেলাজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সন্ধ্যায় শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে টহল দেয় আইনশৃঙ্খলা বাহিনী।
এ বিষয়ে জেলা পুলিশ সুপার মোঃ শাখাওয়াত হোসেন জানান, তফসিল ঘোষণাকে কেন্দ্র করে যেকোন ধরনের নাশকতা এড়াতে পাঁচশতাধিক পুলিশের পাশাপাশি র্যাব, বিজিবি ও আনসার বাহিনীর সদস্যরা দ্বায়িত্ব পালন করছে।