মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, কবি, গীতিকার, নাট্যকার, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের বাংলা বিভাগের সাবেক বিভাগীয় প্রধান ও ব্রাহ্মণবাড়িয়া জেলা শিল্পকলা একাডেমির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক অধ্যাপক এ. কে. এম হারুনুর রশিদের ১৮তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে আজ বুধবার সকালে পৌর এলাকার শেরপুরে অবস্থিত মরহুমের কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এদিন বিকালে আবরনি আবৃত্তি চর্চা কেন্দ্রের উদ্যোগে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আবরনি আবৃত্তি চর্চা কেন্দ্রের উপদেষ্টা সাংবাদিক আব্দুর নুরের সভাপতিত্বে ও সংগঠনের পরিচালক সাংবাদিক হাবিবুর রহমান পারভেজ সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল কুদদুস।
অনুষ্ঠানে স্মৃতিচারন করেন- প্রফেসর অমৃত লাল সাহা, বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহিদ খান লাভলু, বীর মুক্তিযোদ্ধা ওয়াসেল সিদ্দিকী, নাগরিক ফোরামের সাধারণ সম্পাদক রতন কান্তি দত্ত ও জেলা জাসদের সভাপতি আক্তার হোসেন সাইদ, সংগীত পরিচালক আলী মোসাদ্দেক মাসুদ, কবি ও গীতিকার দেওয়ান মারুফ, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা, প্রেস ক্লাবের সাবেক সহসভাপতি সৈয়দ মোহাম্মদ আকরাম, সাবেক সিনিয়র সহসভাপতি আল আমীন শাহীন, সংগঠক এম.এ বাসেত, মোঃ হোসেন মিয়া ও ব্রাহ্মণবাড়িয়া বাতিঘর এর চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আজহার উদ্দিন।
আরও উপস্থিত ছিলেন- কবি জয়দুল হোসেন, এ কে এম শিবলী, নিহার রঞ্জন সরকার, আনিসুর রহমান রিপন, আনোয়ার হোসেন সোহেল, করবী চক্রবর্তী, নুসরাত জাহান জেরিন, কাজী নাজমুল ইসলাম উজ্জ্বল, তৈয়বুর রহমান ভূইয়া রাসেল, নজরুল ইসলাম ও শেখ আশিকুর রহমান পিয়াস প্রমূখ।
অনুষ্ঠানে হারুনুর রশীদ স্যারের রচিত সংগীত পরিবেশন করেন সংগীত শিল্পী ফারুক আহমেদ পারুল। হারুনুর রশিদের গ্রন্থনা ও শারমিন সুলতানা নির্দেশনায় দলীয় কবিতা আবৃত্তি করেন আবরনি সংগঠনের বড় দল ও ছোট দল।