ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ছেলের সঙ্গে অভিমান করে কেরির ট্যাবলেট খেয়ে আংগুরা বেগম (৫০) নামে এক মহিলা আত্মহত্যা করেছে।
আজ মঙ্গলবার দুপুরে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেন। সোমবার রাতে উপজেলার লালপুর ইউনিয়নের কান্দা পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
আংগুরা বেগম উপজেলার লালপুর ইউনিয়নের কান্দা পাড়া গ্রামের উত্তর পাড়ার মৃত মন মিয়ার স্ত্রী।
নিহতের প্রতিবেশীরা জানায়, রায়হান আংগুরা বেগমের একমাত্র ছেলে। গত দুইমাস আগে রায়হান ব্রাহ্মণবাড়িয়ার তালশহরের আলী আকবরের মেয়ে পারুল আক্তারকে পারিবারিক ভাবে বিয়ে করেন। গতকাল আংগুরা বেগম ঢাকা যাবে বলে ছেলে রায়হানকে শ্বশুর বাড়িতে যেতে না করলে রায়হান মায়ের কথা না শুনে শ্বশুর বাড়িতে চলে যায়। এতে আংগুরা বেগম কষ্ট পেয়ে ছেলের সঙ্গে অভিমান করে সবার অজান্তে কেরির ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেন।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাহিদ আহমেদ জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ছেলের সাথে অভিমান করে ওই মহিলা আত্মহত্যা করেছে।