ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পুকুরের গোসল করতে নেমে পানিতে ডুবে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু হয়েছে। আজ সোমবার বিকালে উপজেলার সদর ইউনিয়নের যাত্রাপুর হারুন চেয়ারম্যানের পুকুরে এই ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন যাত্রাপুর বোট বাড়ির আব্দুস সালাম মিয়ার ছেলে সবুজ (৭) ও সালাম মিয়ার আপন ছোটভাই রুবেলের ছেলে সূর্য (৯)। সবুজ ও সূর্য আপন চাচাতো ভাই। তাদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, সবুজ ও সূর্য দুজনেই সাতার জানত না। বিকালে পরিবারের সবার অগোচরে দুই ভাই গোসল করতে বাড়ির পাশের বোট বাড়ির হারুন চেয়ারম্যান বাড়ির পুকুরে যায়। সেখানেই যেকোনভাবে তারা পানিতে ডুবে মারা যায়। বিকালে সবুজের লাশ ভাসমান অবস্থায় পুকুরে দেখে এলাকাবাসী সবুজের লাশ উদ্ধার করে। পরে সূর্যকে খোঁজে না পাওয়ায় এলাকাবাসী পুকুরে তল্লাশী চালায়। এসময় সূর্যকে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে আশুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাহিদ আহমেদ জানান, পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত নিহত পরিবারদ্বয়ের কোন অভিযোগ পাইনি।