ব্রাহ্মণবাড়িয়ায় সদর উপজেলার ইমাম ও ওলামা মাশায়েখদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি।
সভায় র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি বলেন,আলেম ও ওলামা মাশায়েখদের সাথে আমার সম্পর্ক ভাল নয় বলে রটানো হচ্ছে তা একবারেই অপবাদ। আমার বিরুদ্ধে মিথ্যাচার করছে। আলেম ও ওলামা মাশায়েখদের সাথে আমার অত্যন্ত সুসম্পর্ক রয়েছে। যারা সন্ত্রাসীকরে ,অন্যায় করে তাদেরকে আমি পছন্দ করিনা।
মোকতাদির চৌধুরী এমপি প্রতিটি মসজিদে জুম্মা নামাজে মাদক,সন্ত্রাস সহ বিভিন্ন অন্যায়ের বিরুদ্ধে বয়ান করার জন্যইমামদের প্রতি আহবান জানান।
মতবিনিময় সভায় ইমাম ও ওলামা মাশায়েখরা আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরীকে নির্বাচিত করার জন্য আহবান জানান।
মতবিনিময় সভায় জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ হেলাল উদ্দিন,সহ সভাপতি মোঃ হেলালউদ্দিন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টু, এডভোকেট মাহবুবুল আলম খোকন,সদর উপজেলা ভাইস চেয়ারম্যান এডভোকেট লোকমান হোসেন,ইসলামিক ফাউন্ডেশন ব্রাহ্মণবাড়িয়ার উপ-পরিচালক আশেকুর রহমান, মাওলানা আবদুর রহিম কাশেমী, মাওলানা আবদুল্লাহ,মাওলানা মোহাম্মদ আলী,বক্তৃতা করেন। মতবিনিময় সভায় সদর উপজেলার ৩ শতাধিক আলেম ওলামাগন উপস্থিত ছিলেন।