ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে ৫২তম জাতীয় সমবায় দিবস
পালিত হয়েছে। এ উপলক্ষে গত শনিবার সুরসম্রাট দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি।
অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ সাইফুল ইসলাম এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সোনাহর আলী ব্রাহ্মণবাড়িয়া কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেড এর সভাপতি এম এ এইচ মাহবুব আলম।
সভায় জেলা আওয়ামীলীগের সহসভাপতি মোঃ হেলাল উদ্দিন, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মাহবুবুর বারী চৌধুরী মন্টু সহ সমবায় বিভাগের কর্মকর্তাও সমবায়াগন উপস্থিত ছিলেন।