ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মা-বাবার সঙ্গে অভিমান করে ইঁদুর মারার বিষ খেয়ে নুপুর আক্তার (১৫) নামে এক কিশোরী আত্মহত্যা করেছে। বুধবার (১ নভেম্বর) দুপুরে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেন।
মঙ্গলবার (৩১ অক্টোবর) বিকেলে উপজেলার দক্ষিণ ইউনিয়নের নুরপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নুপুর দক্ষিণ ইউনিয়নের নুরপুর গ্রামের দক্ষিণ পাড়ার মো. সুমন মিয়ার মেয়ে।
হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা যায়, নুপুর আক্তার বেশ কয়েকদিন হলো নতুন মোবাইল ফোনে আসক্ত হয়ে পড়ে। এগুলো তার মা-বাবা টের পেয়ে নুপুরকে মোবাইল ফোন ব্যবহারে বাধা দেন। এক পর্যায়ে মোবাইল ফোনটি নিয়ে যান। এতে কিশোরী মা-বাবার সঙ্গে অভিমান করে সবার অজান্তে ইঁদুর মারার বিষ খেয়ে ফেলে। পরিবারের সদস্যরা হঠাৎ তাকে ছটফট করতে দেখে নুপুরকে দ্রুত আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় নুপুরের মৃত্যু হয়।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুল ইসলাম বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মা-বাবার সাথে অভিমান করেই কিশোরী আত্মহত্যা করেছে।