ব্রাহ্মণবাড়িয়ায় বাঁশ বোঝাই ট্রাকের সঙ্গে ইজিবাইকের ধাক্কায় ইজিবাইক চালকসহ ৩ জন আহত হয়েছে। বুধবার (১ নভেম্বর) রাত ৮ টার দিকে আখাউড়া-সুলতানপুর বাইপাস সড়কের কোড্ডা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন, ইজিবাইক চালক শরীফ (১৮) মাছিহাতা ইউনিয়নের চিনাইর গ্রামের শহীদ মিয়ার ছেলে। আহত মাইনুদ্দিন (১৯) একই এলাকার মোতাহের হোসেনের ছেলে ও আজিজ মিয়া (৩৭) একই এলাকার জুলু মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, রাত ৮টার দিকে আখাউড়া-সুলতানপুর বাইপাস সড়কের বাসুদেব ইউনিয়নের কোড্ডা ব্রিজের পশ্চিম পাশে রাস্তায় দাঁড়িয়ে থাকা বাঁশ বোঝাই একটি ট্রাকের সঙ্গে চিনাইর অভিমুখী একটি ইজিবাইক নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা লাগে। এতে ইজিবাইক চালকসহ তিনজন আহত হয়। আহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। আহত ইজিবাইক চালক শরীফকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যালে পাঠানো হয়।
এব্যাপারে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ইজিবাইক নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে তিনজন আহত হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে ও হাসপাতালে পুলিশ পাঠিয়েছি।