ব্রাহ্মণবাড়িয়ায় বিজয়নগরে পাপিয়া সুলতানা পুতুল (২৮) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছে। আজ শনিবার বেলা সাড়ে ২ টার দিকে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। এদিন বেলা সাড়ে ৯টার দিকে উপজেলার পত্তন ইউনিয়নের পত্তন ঘরমুড়া বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
পাপিয়া সুলতানা পুতুল উপজেলার পত্তন ইউনিয়নের পত্তন গ্রামের ঘরমুড়া বাড়ি এলাকার সাফিউল আলমের স্ত্রী ও শেখ আব্বাস আলীর মেয়ে৷
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহমেদ জানায়, উপজেলার পত্তন ইউনিয়নের পত্তন গ্রামের ঘরমুড়া বাড়ির সাফিউল আলমের স্ত্রী পাপিয়া সুলতানা পুতুল নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ শনিবার (২৮ অক্টোবর) দুপুরে উদ্ধার করেছে পুলিশ। পাপিয়া সুলতানা পুতুল সকলের অগোচরে শোবার ঘরে গলায় নিজের ওড়না সিলিং ফ্যানের সাথে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। কিন্তু কি কারণে তিনি আত্মহত্যা করেছেন তা জানা যায়নি।