ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা মহিলা আওয়ামী লীগের উদ্যোগে গতকাল শুক্রবার শিবপুর বাজার সংলগ্ন মডেল কেজি স্কুল প্রাঙ্গনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
উঠান বৈঠকে উপজেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক মারুফা বেগমের সভাপতিত্বে ও তাহমিনা আক্তারের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা মহিলা আওয়ামী লীগের আহবায়ক ও সাবেক জেলা পরিষদ সদস্য অধ্যাপক নুরুন্নাহার বেগম।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষক লীগের সভাপতি রানা শামীম রতন, প্রচার সম্পাদক ফারুক মিয়া, উপজেলা যুব মহিলা লীগের আহবায়ক আসমা আক্তার লতা, উপজেলা মহিলা আওয়ামী লীগের সদস্য লুৎফুন্নাহার, বিটঘর ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছবি আক্তার, সাংগঠনিক সম্পাদক সনি বেগম, শিবপুর ইউনিয়ন কৃষক লীগের সভাপতি নুরুল ইসলাম, সমাজসেবক নাসির মিয়া, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম,সুমা আক্তার, ছেনু মেম্বার, জাকির মিয়া, আবুল ফয়েজ প্রমুখ।
উঠান বৈঠকে আগামী সংসদ নির্বাচনে নৌকা মার্কাকে নির্বাচিত করার লক্ষ্যে তৃণমূল পর্যায়ে মহিলা আওয়ামীলীগের নেতা কর্মীদের একযোগে কাজ করার আহবান জানানো হয়।
উঠান বৈঠকে প্রধান অতিথি উপজেলা মহিলা আওয়ামী লীগের আহবায়ক ও সাবেক জেলা পরিষদ সদস্য অধ্যাপক নুরুন্নাহার বেগম ব্রাহ্মণবাড়িয়া -৫ নবীনগর আসনে আওয়ামীলীগের একজন প্রার্থী ঘোষণা করেন।
উঠান বৈঠক শেষে নৌকার প্রচারণায় লিফলেট বিতরণ করা হয়।