রবি ফসলের আবাদ বৃদ্ধির জন্য ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। আজ শুক্রবার নাসিরনগর উপজেলা পরিষদ হল রুমে বেলা ১২টার দিকে ২০২৩-২০২৪ অর্থবছরের রবি মৌসুমের গম, ভুট্টা, সরিষা, চিনাবাদাম, পেঁয়াজ, খেসারি ও মসুর ফসলের প্রণোদনা কর্মসূচির আওতায় এ সার ও বীজ বিতরণ করা হয়।
সার বীজ বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফখরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য বরুদ্দোজা মোহাম্মদ ফরহাদ হোসেন সংগ্রাম এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রাফি উদ্দিন, সিনিয়র কৃষি কর্মকর্তা আল মামুন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি অসিম কুমার, সম্পাদক লতিফ হোসেন ও জেলা পরিষদ সদস্য হাকিম রেজা।
উপজেলা কৃষি বিভাগ জানায়, ৬৪৯০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে প্রতিজনকে গম বীজ-১ কেজি, ভুট্টা বীজ-১, সরিষা বীজ-১ কেজি, চিনাবাদাম -১ কেজি, পেঁয়াজ বীজ-১ কেজি, খেসারি ও মসুর বীজ-১ কেজি, ডিএপি সার-১০ কেজি ও এমওপি ১০ কেজি বিতরণ করা হয়।