ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল থেকে ৩৫ বছর বয়সী এক অজ্ঞাতনামা নারীর লাশ উদ্ধার করেছে সদর মডেল থানার পুলিশ।
আজ বৃহস্পতিবার দুপুর পৌনে ২টার দিকে ওই অজ্ঞাত নারী হাসপাতালের নিচতলায় মারা যান।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসাইন বলেন, গত ১৮ অক্টোবর সড়ক দুর্ঘটনায় এই অজ্ঞাত নারী আহত হয়েছিল। পরে পুলিশ তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের সার্জারী বিভাগে ভর্তি করলে ৭দিন চিকিৎসার পর আজকে বৃহস্পতিবার দুপুরে ওই অজ্ঞাত নারী মারা যান৷ ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, ওই নারীর লাশের পরিচয় শনাক্ত করতে পিবিআই ফিঙ্গারপ্রিন্ট নিয়েছেন। তারপরও পরিচয় শনাক্ত হয়নি।
এদিকে, আগামী শুক্রবার দুপুরে বেওয়ারিশ লাশের দাফনকাজ করা হবে বলে জানান ব্রাহ্মণবাড়িয়া বাতিঘরের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো.আজহার উদ্দিন।