ব্রাহ্মণবাড়িয়া পারফরম্যান্স গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনের মাধ্যমিক শিক্ষা অফিসের চেক বিতরণ আয়োজন করা হয়।
আজ বৃহস্পতিবার সকালে স্থানীয় নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয় মিলনায়তন কক্ষে পারফরম্যান্স গ্র্যান্টস্ ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনের মাধ্যমিক শিক্ষা অফিসে মাধ্যমে চেক বিতরণ। এতে প্রধান অতিথি ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া সদর স্থানীয় সংসদ সদস্য,র,আ,ম, উবায়দুল মোকতাদীর চৌধুরী এমপি।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সেলিম শেখ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার মোঃ জুলফিকার হোসেন, উপজেলা শিক্ষা অফিসার জীবন ভট্টাচার্য, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান এডঃ লোকমান হোসেনসহ এছাড়া স্কুল মাদ্রাসা শিক্ষকরা উপস্থিত ছিলেন। পরে প্রধান অতিথি’র মাধ্যমে ২৫টি শিক্ষা প্রতিষ্ঠানকে ৫ লক্ষ টাকা করে চেক বিতরণ করেন।