ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বাক-প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে মো. হামিদ ঠাকুর (৫৮) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১৮ অক্টোবর) দুপুরে ধর্ষক হামিদ ঠাকুরকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
হামিদ ঠাকুর উপজেলার দক্ষিণ কুট্টাপাড়ার মৃত আবদার ঠাকুরের ছেলে।
এর আগে মঙ্গলবার (১৭ অক্টোবর) রাত ১০টার দিকে ওই কিশোরীকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসে সরাইল থানা পুলিশ।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমরানুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ওই প্রতিবন্ধী কিশোরী তার পরিবারের সঙ্গে কুট্টাপাড়ায় এলাকায় বাস করে। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে অভিযুক্ত হামিদ ঠাকুর তাদের রান্নাঘরে গিয়ে ওই কিশোরীকে একা পেয়ে ধর্ষণ করেন।
এ ঘটনায় কিশোরীর বাবা বাদী হয়ে ধর্ষণ মামলা করেছে বলেও তিনি জানান।