আজ বুধবার ব্রাহ্মণবাড়িয়ায় শেখ রাসেলের ৬০ তম জন্মদিন উপলক্ষে শেখ রাসেল দিবস পালিত হয়ে়ছে। এ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি র্যালী বের হয়।
র্যালী শেষে শেখ রাসেল এর প্রতিকৃতিতে জেলা প্রশাসক, পুলিশ সুপার , জেলা আওয়ামীলীগ, জেলা পর্যায়ের কর্মকর্তা সহ বিভিন্ন শ্রেণী পেশার নেতৃবৃন্দ পুষ্প স্তবক অর্পণ করে। পরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি জিয়াউল হক মীর। সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরাসরি অনষ্ঠানের মাধ্যমে জয় স্মার্ট সার্ভিস এন্ডএমপ্লয়মেন্ট ট্রেনিং সেন্টারের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।
সভায় জেলা পর্যায়ের কর্মকর্তা, আওয়ামীলীগ নেতৃবৃন্দ,মুক্তিযোদ্ধা, শিক্ষক ,সাংবাদিক, শিক্ষার্থীরা অংশগ্রহণ করে ।
মোহাম্মদ আরজু