ব্রাহ্মণবাড়িয়ার শহর থেকে শাকিল মিয়া (২০) নামের এক রিকশা চালকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ১১ দিকে উত্তর শেরপুরে এ ঘটনা ঘটে।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসাইন রোববার দুপুরে নিহতের লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছেন।
শাকিল মিয়া জেলার নাসিরনগর উপজেলার কদমতলী গ্রামের মো. জিলন মিয়ার ছেলে। শাকিল জনৈক বশির আহমেদের ভাড়া বাড়িতে বাস করতেন।
পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, শাকিল মিয়া পেশায় একজন রিকশা চালক। শাকিল রোববার সকালে সবার অজান্তে শোবার ঘরের সিলিং ফ্যানের সাথে গলায় রশি প্যাঁচানো আত্মহত্যা করেন। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ শাকিলের ঝুলন্ত লাশ উদ্ধার করেন।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসাইন বলেন, কিন্তু কি কারণে তিনি আত্মহত্যা করেছেন তা জানা যায়নি। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে।