ব্রাহ্মণবাড়িয়ায় মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবীতে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার দুপুরে ভাদুঘর মাহবুবুল হুদা পৌর আদর্শ উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কেন্দ্রীয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ বজলুর রহমান মিয়া।
বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতি ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার আহ্বায়ক মোহাম্মদ মোস্তফা কামালের সভাপতিত্বে বক্তব্য রাখেন কেন্দ্রীয় শিক্ষক সমিতির সাধারন সম্পাদক শেখ কাওছার আহমেদ , সংগঠনের সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ মোঃ আবুল কাশেম, জেলা শাখার সদস্য সচিব মোঃ শামিম উদ্দিনসহ আরো অনেক। এসময় বক্তারা দ্রুত মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ করার দাবি জানান।