ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিয়ে বাড়িতে তুচ্ছ ঘটনা নিয়ে ওবায়দুল্লাহ (১৯) নামের এক যুবককে হুমকি ঘটনা ঘটেছে। এমন কষ্ট সহ্য না করতে পেরে ওবায়দুল্লাহ ফাঁসি লেগে আত্মহত্যা করেছেন।
বুধবার (৪ অক্টোবর) বিকেলে ময়নাতদন্তের পর ওবায়দুল্লাহর লাশ পরিবারের কাছে হস্তান্তর করেছেন পুলিশ।
গত মঙ্গলবার দুপুরে উপজেলার চুন্টা ইউনিয়নের ঘাগড়াজুর গ্রামে এ ঘটনা ঘটে। ওবায়দুল্লাহ একই গ্রামের মধ্য পশ্চিম পাড়ার আমির উদ্দিনের ছেলে।
ওবায়দুল্লাহ’র বাবা আমির উদ্দিন জানান, গত সোমবারে পাশের একটি বাড়িতে বিয়ের দাওয়াতে গিয়েছিল ওবায়দুল্লাহ। সেখানে খাওয়ার টেবিলে বসা নিয়ে একটি মেয়ের সাথে কথা-কাটাকাটি হয় ওবায়দুল্লাহ’র। তারপর ওই মেয়ের বাবা নুর ইসলামসহ ১০-১৫ লোক লাঠিসোঁটা নিয়ে আমার বাড়িতে এসে ওবায়দুল্লাহকে মারবে বলে হুমকি দিয়ে যান। ওবায়দুল্লাহ এসব শুনে খুব কষ্ট পান। পরেরদিন মঙ্গলবার দুপুরে সবার অজান্তে শোবার ঘরে প্যান্টের বেল্ট গলায় পেচিয়ে ফ্যানের সাথে ফাঁস দিয়ে ওবায়দুল্লাহ আত্মহত্যা করেন।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমরানুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিয়ে বাড়িতে তুচ্ছ ঘটনা নিয়ে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। থানার একটি অপমৃত্যু মামলা হয়েছে। এঘটনার সাথে অথবা আত্মহত্যার প্ররোচনায় কেউ জড়িত আছে কিনা তদন্ত চলছে।