ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ইমান হোসেন (৬০) নামে এক হতদরিদ্র বৃদ্ধ টাকার অভাবে চিকিৎসা করাতে না পেরে রোগ থেকে মুক্তি পেতে কেরি পোকা মারার ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছেন। বুধবার (৪ অক্টোবর) ভোরে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইমান হোসেনের মৃত্যু হয়।
উপজেলার বিটঘর ইউনিয়নের দুরুইল গ্রামে এ ঘটনা ঘটে। ইমান হোসেন একই এলাকার মৃত বাসু মিয়ার ছেলে।
নিহতের পরিবার জানান, ইমান হোসেন দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে ভুগছিলেন। দারিদ্র্যের কারণে পরিবার থেকে প্রয়োজনীয় চিকিৎসা করাতে পারছিলেন না। অসুস্থতার কারণে ও চিকিৎসার অভাবে হতাশা থেকে তিনি দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। গত সোমবার রাতের খাবার খেয়ে ঘরের সবাই ঘুমিয়ে পড়ে। এ সুযোগে সবার অজান্তে কেরি পোকা মারার ট্যাবলেট খেয়ে ইমান হোসেন আত্মহত্যার চেষ্টা করেন। পরে হাসপাতালে নিয়ে আসলে সেখানে তিনি মারা যান।
এ ব্যাপারে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এক বৃদ্ধ কেরি পোকা মারার ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করেছি। থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।