ব্রাহ্মণবাড়িয়ায় জেলা বীমা ফোরামের উদ্যোগে গত শনিবার আনন্দ ভ্রমণ ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। আনন্দ ভ্রমণে ব্রাহ্মণবাড়িয়ার বীমা কোম্পানী গুলোর অফিস ইনচার্জ ও এরিয়া প্রধানগন অংশ গ্রহণ করেন।
ব্রাহ্মণবাড়িয়া জেলা বীমা ফোরাম আনন্দ ভ্রমণের আয়োজন করে। আনন্দভ্রমণে সকল কোম্পানীর গ্রাহক সেবা বৃদ্ধি ও জেলা বীমা ফোরামকে গতিশীল করার উপর গুরুত্বারোপ করা হয়।
আনন্দভ্রমণে প্রথমেই পরিদর্শন করা হয় স্বাধীনতা যুদ্ধের প্রথম পরিক্ল্পনার স্থান তেলিয়াপাড়া স্মৃতিসৌধ্ ।তারপর সৈয়দ নাসির উদ্দিন শাহএর সুরাবন্দ মাজার জিয়ারত শেষে শীমঙ্গল পৌছানোর পর বিটিআরআইও চা বাগান পরিদর্শন করা হয়।
এছাড়া মৌলবীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজারের সহায়তায় গেষ্ট হাউজে র্যাফল ড্র অনুষ্ঠিত হয়। র্যাফল ড্র শেষে জেনারেল ম্যানেজার মোঃমিজানুর রহমান পুরস্কার বিতরণ করেন। ভ্রমণটিতে সকলেই আনন্দ উপভোগ করে।
আনন্দ ভ্রমণে অংশ গ্রহণ করেন ফোরামের উপদেষ্টা মোহাম্মদ আরজু, সভাপতি মিজানুর রহমান,সহ সভাপতি এইচ এম আবুল বাশার, সাধারন সম্পাদকআব্দূল আলীম সরকার। এছাড়া অংশগ্রহণ করেন ফারইস্টের মোঃ মাসুদ করিম, সোনালী লাইফের এমদাদুল হক, প্রাইম ইসলামীর মোঃ আমীর ফারুক, পপুলার লাইফের মোঃ কামরুজ্জামান, প্রগতি লাইফের মোঃ আরিফুল ইসলাম ভুইয়া, প্রোটেকটিভ লাইফের মোঃ শামীম আহমেদ,সাধারন বীমার পার্থ কুমার, প্রগ্রেসিভ লাইফের ইকবাল হোসেন, গার্ডিয়ান লাইফের মোঃ মুসা মিয়া,সন্ধানী লাইফের জুবায়ের আহমেদ,গোল্ডেন লাইফের মোঃ শাহ জালাল, হোমল্যান্ড লাইফের, মোঃ নজরুল ইসলাম ও আলফা লাইফের সফিকুল ইসলাম ।