ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় খাবারের সাথে ইঁদুর পাওয়ায় ভ্রাম্যমাণ আদালতে এক হোটেল ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ রবিবার দুপুরে পৌর শহরের সড়ক বাজার এলাকায় অতিথি হোটেলে রান্না করা পঁচা-বাসি মাংস বিক্রি ও খাবারের সাথে ইঁদুর থাকায় হোটেল মালিক নজরুল ইসলামকে এ টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালত অভিযানটি পরিচালনা করেন আখাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রশান্ত কুমার চক্রবর্তী। এসময় থানা পুলিশ সার্বিকভাবে সহযোগিতা করে।
আখাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রশান্ত কুমার চক্রবর্তী বলেন, সকালে অফিসে এসে একজন অতিথি হোটেলে পঁচা বাসি মাংস বিক্রির ব্যাপারে অভিযোগ জানায়। অভিযোগকারী আমাকে মাংসের স্যাম্পল দেখিয়ে যান। এক পর্যায়ে দেখা যায় মাংসের স্বাদ টক হয়ে গেছে। খাবার থেকে দুর্গন্ধও আসছে। পরে অনুসন্ধান করে ওই হোটেলে গিয়ে দেখা যায় ফ্রিজে রাখা খাবারের সাথে ইঁদুর এবং পঁচা-বাসি মাংস রয়েছে। এসব দেখার পর আমরা ভোক্তা অধিকার আইন ২০০৯ অনুযায়ী ভ্রাম্যমান আদালতের মাধ্যমে হোটেল অতিথি হোটেলের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।